WarZone by Inkredible Lyrics
Verse 1
দেখতে যাই মধ্যপ্রাচ্য আছে ভরা ব্যাকটেরিয়া
রক্তে ভরা গন্ধে ভাসে রোড ক্যাফেটোরিয়া
বাজে ঘন্টা মৃত্যু ডাকে মাথার উপরেতে ফাঁস
বজ্রভিত মানুষগুলো কেন দেই যে মিথ্যাভাস
দীর্ঘশ্বাস দূরে থেকে কেন ফেলে রেখে যাই
বাঁচতে চাই আর্তনাদে মৃত্যুস্তুপে ভেসে যাই
কেমিক্যাল, ব্যারেল বোম্ব , ক্লোরিন মিগ টুয়েন্টি নাইন
অশ্বডিম্ব নিম্নগামী নারী শিশুর মৃত্যুলাইন
মানব রক্তে আরব গংগা নদী বয়ে চলে যায়
পড়ে থাকে আয়লান কূর্দি বিধ্য ক্ষত রয়ে যায়
মৃত্যুর ওপর অন্ন কষ্ট শেষ হয় না যন্ত্রনা
মন্ত্রনা ? নাহ ওটা পোড়া লাশের গন্ধ না
যুদ্ধে শান্তি কোথায় গেল মানবাদী কমিশন?
মানবতার ভাংগা পায়ে গায়ে কাফনের ভূষণ
উত্তরণ সমাধিক্ষেত্রে পোড়া ফলকেতে চায়
আত্মা সুস্থ শুদ্ধি করে অন্ধকারে যেতে চায়
Chorus
স্বপ্ন এসে দরজা খুলে হাতটা বাড়িয়ে তো যায়
কিন্তু ভাংগা হাতে স্বপ্ন ধরার নেই কোন উপায়
শেষে অন্য হাতটা গিয়ে রাইফেলের ট্রিগারে চাপ
স্বপ্ন গুলো গুলি হয়ে কারো বুকে বিধেঁ যাক
দায় টা নেবে কে যে আজতো আমার বিশ্ব থাকে চুপ
অন্তসত্তা পুড়ে ভস্ব আমার জীবন মৃত্যকুপ
মরছে শিশু , উড়ছে বোমা ঘটছে দালানেরই ধ্বস
যুদ্ধাবস্থা করুণাবস্থা ঠিক তো আনবে কে যে বশ!
Verse 2
এই যে আল্লাহ শুনতে পাও ভেসে আশা আর্তনাদ ?
বেঞ্চে বসা রক্ত ঝরা ঐ যে ওমরানের আওয়াজ
শুনতে পাও হাসপাতালে ছিন্ন ভিন্ন কথা গুচ্ছ ?
শুনতে পাও ছাদে চাপা পড়া ছেলেটির কষ্ট ?
শুনতে পাও কান্নার শব্দ বেঁচে থাকা মরা লাশ ?
পরভূমে অভ্রতলে তারকাটাতে বসবাস
সর্বনাশ ! মুসলমান , ধর্ম বানিয়ে দেবে জঙ্গি
চৌদ্দশিকে চলবে জীবন অত্যাচারে নিত্য সঙ্গি
ডিঙ্গি নৌকা পাড়ি দেবে মস্ত উত্তাল এ সাগর
ঝড়টা উটবে নৌকা ডুববে গিলে খাবে যে হাঙর
না মানলেও যে সত্য এক হাজারে জুটবে আটা
এক বেলাতে পেটে অন্ন জুটলে অন্য বেলায় টাটা
যেখানে মৃত্যু একদিনেতে সাতদিনেরই শোক
আমার যে প্রতিদিনই মৃত্যু কইরে একদিনেরই শোক ?
পরলোক, ভূলোকে থেকে দেখতে পাওয়া যায়
মৃত কান্নার শব্দ গুলো দূরে অস্পষ্ট হয়ে যায়
Chorus
স্বপ্ন এসে দরজা খুলে হাতটা বাড়িয়ে তো যায়
কিন্তু ভাংগা হাতে স্বপ্ন ধরার নেই কোন উপায়
শেষে অন্য হাতটা গিয়ে রাইফেলের ট্রিগারে চাপ
স্বপ্ন গুলো গুলি হয়ে কারো বুকে বিধেঁ যাক
দায় টা নেবে কে যে আজতো আমার বিশ্ব্ব থাকে চুপ
অন্তসত্তা পুড়ে ভস্ব আমার জীবন মৃত্যকুপ
মরছে শিশু , উড়ছে বোমা ঘটছে দালানেরই ধ্বস
যুদ্ধাবস্থা করুণাবস্থা ঠিক তো আনবে কে যে বশ!
Interlude
ইয়েমেনের একটা হসপিটালের একজন নারী চিকিৎসকের একটা আর্টিকেল পড়েছিলাম আমি অনেকদিন আগে মেই বি BBC তে যে, মধ্যপ্রাচ্যের অবস্থা টা হচ্ছে এমন যে আপনি যদি ওখানে একটা Airstike না মারা যান না, তাহলে আপনি মারা যাবেন খিদায় , ক্ষুধার কষ্টে , বিনা চিকিৎসায় । এটা আসলে মানা যায় না যানেন আপনার আমার বাসার বাচ্চাগুলো কিভাবে বাসাময় দৌড়াচ্ছে অথচ ঠিক একই সময়ে পৃথীবীর অন্য প্রান্তের বাচ্চা গুলো না খেয়ে মারা যাচ্ছে এজন্যেই আসলে এটা নিয়ে লেখা
Bridge
এটা Warzone যেখানে সৃষ্টি ভেঙ্গে ধ্বংস
এটা Warzone যেখানে সত্তা পুড়ে ভস্ব
এটা Warzone যেখানে বিশ্ব থাকে চুপ
এটা Warzone এটা Warzone
এটা Warzone যেখানে সৃষ্টি করে কাব্য
এটা Warzone যে টা যে লিখতে করে বাধ্য
এটা Warzone কেউ যে করে না যে গ্রাহ্য
এটা Warzone এটা Warzone
Chorus
স্বপ্ন এসে দরজা খুলে হাতটা বাড়িয়ে তো যায়
কিন্তু ভাংগা হাতে স্বপ্ন ধরার নেই কোন উপায়
শেষে অন্য হাতটা গিয়ে রাইফেলের ট্রিগারে চাপ
স্বপ্ন গুলো গুলি হয়ে কারো বুকে বিধেঁ যাক
দায় টা নেবে কে যে আজতো আমার বিশ্ব্ব থাকে চুপ
অন্তসত্তা পুড়ে ভস্ব আমার জীবন মৃত্যকুপ
মরছে শিশু , উড়ছে বোমা ঘটছে দালানেরই ধ্বস
যুদ্ধাবস্থা করুণাবস্থা ঠিক তো আনবে কে যে বশ!
দেখতে যাই মধ্যপ্রাচ্য আছে ভরা ব্যাকটেরিয়া
রক্তে ভরা গন্ধে ভাসে রোড ক্যাফেটোরিয়া
বাজে ঘন্টা মৃত্যু ডাকে মাথার উপরেতে ফাঁস
বজ্রভিত মানুষগুলো কেন দেই যে মিথ্যাভাস
দীর্ঘশ্বাস দূরে থেকে কেন ফেলে রেখে যাই
বাঁচতে চাই আর্তনাদে মৃত্যুস্তুপে ভেসে যাই
কেমিক্যাল, ব্যারেল বোম্ব , ক্লোরিন মিগ টুয়েন্টি নাইন
অশ্বডিম্ব নিম্নগামী নারী শিশুর মৃত্যুলাইন
মানব রক্তে আরব গংগা নদী বয়ে চলে যায়
পড়ে থাকে আয়লান কূর্দি বিধ্য ক্ষত রয়ে যায়
মৃত্যুর ওপর অন্ন কষ্ট শেষ হয় না যন্ত্রনা
মন্ত্রনা ? নাহ ওটা পোড়া লাশের গন্ধ না
যুদ্ধে শান্তি কোথায় গেল মানবাদী কমিশন?
মানবতার ভাংগা পায়ে গায়ে কাফনের ভূষণ
উত্তরণ সমাধিক্ষেত্রে পোড়া ফলকেতে চায়
আত্মা সুস্থ শুদ্ধি করে অন্ধকারে যেতে চায়
Chorus
স্বপ্ন এসে দরজা খুলে হাতটা বাড়িয়ে তো যায়
কিন্তু ভাংগা হাতে স্বপ্ন ধরার নেই কোন উপায়
শেষে অন্য হাতটা গিয়ে রাইফেলের ট্রিগারে চাপ
স্বপ্ন গুলো গুলি হয়ে কারো বুকে বিধেঁ যাক
দায় টা নেবে কে যে আজতো আমার বিশ্ব থাকে চুপ
অন্তসত্তা পুড়ে ভস্ব আমার জীবন মৃত্যকুপ
মরছে শিশু , উড়ছে বোমা ঘটছে দালানেরই ধ্বস
যুদ্ধাবস্থা করুণাবস্থা ঠিক তো আনবে কে যে বশ!
Verse 2
এই যে আল্লাহ শুনতে পাও ভেসে আশা আর্তনাদ ?
বেঞ্চে বসা রক্ত ঝরা ঐ যে ওমরানের আওয়াজ
শুনতে পাও হাসপাতালে ছিন্ন ভিন্ন কথা গুচ্ছ ?
শুনতে পাও ছাদে চাপা পড়া ছেলেটির কষ্ট ?
শুনতে পাও কান্নার শব্দ বেঁচে থাকা মরা লাশ ?
পরভূমে অভ্রতলে তারকাটাতে বসবাস
সর্বনাশ ! মুসলমান , ধর্ম বানিয়ে দেবে জঙ্গি
চৌদ্দশিকে চলবে জীবন অত্যাচারে নিত্য সঙ্গি
ডিঙ্গি নৌকা পাড়ি দেবে মস্ত উত্তাল এ সাগর
ঝড়টা উটবে নৌকা ডুববে গিলে খাবে যে হাঙর
না মানলেও যে সত্য এক হাজারে জুটবে আটা
এক বেলাতে পেটে অন্ন জুটলে অন্য বেলায় টাটা
যেখানে মৃত্যু একদিনেতে সাতদিনেরই শোক
আমার যে প্রতিদিনই মৃত্যু কইরে একদিনেরই শোক ?
পরলোক, ভূলোকে থেকে দেখতে পাওয়া যায়
মৃত কান্নার শব্দ গুলো দূরে অস্পষ্ট হয়ে যায়
Chorus
স্বপ্ন এসে দরজা খুলে হাতটা বাড়িয়ে তো যায়
কিন্তু ভাংগা হাতে স্বপ্ন ধরার নেই কোন উপায়
শেষে অন্য হাতটা গিয়ে রাইফেলের ট্রিগারে চাপ
স্বপ্ন গুলো গুলি হয়ে কারো বুকে বিধেঁ যাক
দায় টা নেবে কে যে আজতো আমার বিশ্ব্ব থাকে চুপ
অন্তসত্তা পুড়ে ভস্ব আমার জীবন মৃত্যকুপ
মরছে শিশু , উড়ছে বোমা ঘটছে দালানেরই ধ্বস
যুদ্ধাবস্থা করুণাবস্থা ঠিক তো আনবে কে যে বশ!
Interlude
ইয়েমেনের একটা হসপিটালের একজন নারী চিকিৎসকের একটা আর্টিকেল পড়েছিলাম আমি অনেকদিন আগে মেই বি BBC তে যে, মধ্যপ্রাচ্যের অবস্থা টা হচ্ছে এমন যে আপনি যদি ওখানে একটা Airstike না মারা যান না, তাহলে আপনি মারা যাবেন খিদায় , ক্ষুধার কষ্টে , বিনা চিকিৎসায় । এটা আসলে মানা যায় না যানেন আপনার আমার বাসার বাচ্চাগুলো কিভাবে বাসাময় দৌড়াচ্ছে অথচ ঠিক একই সময়ে পৃথীবীর অন্য প্রান্তের বাচ্চা গুলো না খেয়ে মারা যাচ্ছে এজন্যেই আসলে এটা নিয়ে লেখা
Bridge
এটা Warzone যেখানে সৃষ্টি ভেঙ্গে ধ্বংস
এটা Warzone যেখানে সত্তা পুড়ে ভস্ব
এটা Warzone যেখানে বিশ্ব থাকে চুপ
এটা Warzone এটা Warzone
এটা Warzone যেখানে সৃষ্টি করে কাব্য
এটা Warzone যে টা যে লিখতে করে বাধ্য
এটা Warzone কেউ যে করে না যে গ্রাহ্য
এটা Warzone এটা Warzone
Chorus
স্বপ্ন এসে দরজা খুলে হাতটা বাড়িয়ে তো যায়
কিন্তু ভাংগা হাতে স্বপ্ন ধরার নেই কোন উপায়
শেষে অন্য হাতটা গিয়ে রাইফেলের ট্রিগারে চাপ
স্বপ্ন গুলো গুলি হয়ে কারো বুকে বিধেঁ যাক
দায় টা নেবে কে যে আজতো আমার বিশ্ব্ব থাকে চুপ
অন্তসত্তা পুড়ে ভস্ব আমার জীবন মৃত্যকুপ
মরছে শিশু , উড়ছে বোমা ঘটছে দালানেরই ধ্বস
যুদ্ধাবস্থা করুণাবস্থা ঠিক তো আনবে কে যে বশ!