Song Page - Lyrify.me

Lyrify.me

E Rajar Sobhay/ এ রাজার সভায় In the King’s Court by Bisher Doshok/ (The Toxic Twenties) Lyrics

Genre: rock | Year: 2020

এ রাজার সভায়।
In the king's court
হাতে টাকা গুঁজলে লোকে বিচার পায়
Justice comes only when it's paid for
এ রাজার সভায়
In the king's court
মুখোশের আড়ালে লুপ্ত পরিচয়।
Identities melt away beneath masks
এ রাজার সভায়
In this king's court
প্রজা কারখানা-গারদে জীবন কাটায়।
Subjects live and die in factories and warehouses
এ রাজার সভায়
In this king's court
ভাগাড়ে, কারা যেন রোজ খাবার খুঁজে পায়।
Some do find food in the dumpyard!

বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর
Faith can win over things, while debates get us afar
বিশ্বাস ধরে বসে থাকে সর্বহারা সুর
So the voiceless tries to cling to it after losing every affair
মন্দিরে বাজে ঘন্টা, শ্মশানে পোড়ে হাড়
Bells ring in the church, bones char in the crematorium
হিসেবের খাতাতেই নিমজ্জিত ঘাড়।
Account ledgers keep your shoulders down
এ প্রাসাদের ভিড়ে
In the shadow of this behemoth's palace
আমাদের অস্তিত্বে অন্ধকার
Our existences are spent in darkness
এ টাকার খেলায়
In this game of big bucks
ক্যামেরার ফুটেজ কেনে সরকার
The government owns the footages of the news you watch!
রতিক্রীড়ার সভায়
In this court of fornication
সিঁদুরের দরে স্বপ্ন বেচে পুরুত হকার
Priests hawk every wedding dreams
পর্দার ওপর/ পর্দার আড়ালে
And on the silver screen/ And behind the curtains
লিঙ্গের অভিনয়ে নামে বেডরুম-শহর/ পুরুষের রাজত্বে চলে বিছানা ঘর।
The bedroom-city puts out its pornographic play/ The 'Beds' and the 'Houses' are dominated by the Males

সব কুকুরের সুদিন আসে মানুষের স্বর্গে
Every mutt has its day in this human heaven
তবু, শবগুলো কেন মরে পচে মর্গে
But then why do dreams rot and perish in morgues?
দিনরাত জীবনের সাথে আপোষ এর পর
Our starved bones return home every night
হাড়গিলে কঙ্কালটাই হতাশায় ফেরে ঘর।
After making concessions for life all day long