Song Page - Lyrify.me

Lyrify.me

Jiboner Ba Pashe by BLACK (Band) Lyrics

Genre: rock | Year: 2020

জানি না
এভাবে কে বসে থাকে
জীবনের বাঁ-পাশে হাঁটে
হাঁটে আর দেখে
বায়বীয় এক সুখ
ভীষণ অসুখ

এই তো সব
আর কিছু যে নেই
কেবলই শূন্যতার ছাই
ভাসে নিরন্তর
ভাসে কেবলই বাঁ-পাশে
ভাসে...

হাঁটে আর দেখে
(এসব, আর কিছু নেই)
বায়বীয় এক সুখ
(কেবলই শূন্যতার ছাই)

হাঁটে আর দেখে
বায়বীয় এক সুখ
ভীষণ অসুখ